বিশেষ প্রতিনিধি: বঙ্গোপসাগরের বহিঃনঙ্গর এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী-২০২৫) মধ্যরাত ২ টার সময় অবৈধ দেশীয় অস্ত্রসহ ১৭ চোরকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী সুরমা।
অভিযানে ইঞ্জিন চালিত কাঠের বোটসহ রামদা, ছুরি, হাতুড়ি, মোবাইল এবং বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয়।
যার আুমানিক মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা।
পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আটককৃতদের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘবদ্ধ দল কাঠের নৌকার মাধ্যমে চুরির প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়া যায়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার উত্তরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সুরমা অতি দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ইঞ্জিন চালিত কাঠের বোটসহ চোর চক্রের ১৭ সদস্যকে আটক করে।
এ সময় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য,বঙ্গোপসাগরের বহিঃনঙ্গর ও তদ্সংলগ্ন এলাকায় নিয়োজিত নৌবাহিনী জাহাজ ও অন্যান্য মেরিটাইম সংস্থাসমুহ নিয়মিত টহল এবং আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালকের পক্ষে উপপরিচালক মোহাম্মদ রিজা-উল-করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.