কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরহুম শামছুল পাগলার স্মৃতিচারণে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে স্থানীয়রা। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খাড়াপাড়া ইন্তুর ঘাটের পূর্ব পাশে অবস্থিত বারোমাসিয়া নদীতে এ আয়োজন চলছে।
স্থানীয় তরুণ সমাজের উদ্যোগে ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় নৌকা বাইচের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর দ্বিতীয় দিনের মতো বুধবার (১ অক্টোবর) বিকেল ৪টায় বাইচ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, দুই-এক দিন পর পর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
তৃতীয় দিনের বাইচ অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেলে।
প্রতিযোগিতা দেখতে প্রতিদিনই নদীর তীরে ভিড় করছেন হাজারও উৎসুক জনতা। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ প্রতিযোগিতা উপভোগ করছেন উৎসবের আমেজে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য দুলাল মিয়া বিটিসি নিউজকে জানান, মরহুম শামছুল পাগলার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় ও দূর-দূরান্ত থেকে ৮ থেকে ১০টি ডিঙি নৌকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এই প্রথমবার এলাকায় এমন আয়োজন হওয়ায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
তিনি আরও বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল বড় নৌকা দিয়ে প্রতিযোগিতা আয়োজন করার। কিন্তু নদীতে পানি কম থাকায় ছোট ছোট ডিঙি নৌকা দিয়েই বাইচের আয়োজন করতে হয়েছে।’
বাইচ প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে রয়েছে, প্রথম পুরস্কার একটি ছাগল, দ্বিতীয় পুরস্কার একটি বাটন ফোন, তৃতীয় পুরস্কার একটি দেয়াল ঘড়ি এবং চতুর্থ পুরস্কার একটি ছাতা।
স্থানীয় শিক্ষার্থী অসীম কুমার রায়, মাসুদ রানা ও রোখসানা খাতুন বিটিসি নিউজকে জানান, ‘আমাদের এলাকায় এই প্রথম ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে। বাড়ির পাশে হওয়ায় আমরা প্রতিদিনই প্রতিযোগিতা উপভোগ করছি। প্রতিবারই অনেক মানুষের সমাগম ঘটে।’
ওই ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, ‘এলাকাবাসীর উদ্যোগে এই প্রথম মরহুম শামছুল পাগলার স্মরণে সাত দিনব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। আশা করি, প্রতিযোগিতা শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.