কুখ্যাত চোর আমীর গ্রেফতার 

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুখ্যাত চোর আমীর হোসেন (৩৮) কে গ্রেফতার করার খবর পাওয়া গেছে। সে উপজেলার সন্ধারই গ্রামের নাঈমুল ইসলামের ছেলে।
গতকাল সোমবার (৩১ আগষ্ট) ভোর রাতে সন্ধারই আগাটলা মসজিদের উত্তর পাশ থেকে ওসি (তদন্ত) আঃ লতিফ শেখের নেতৃত্বে এস,আই আহসান হাবিবসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুখ্যাত চোর আমীর হোসেনকে আটক করে।
রাতে রানীশংকৈল অফিসার ইনচার্জ এস,এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন,  কুখ্যাত চোর আমীরকে চেতনা নাশক ও চুরির অভিযোগে আটক করা হয়েছেবলে জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.