কুকুরের জন্য সরকারি ছুটি ঘোষণা!

(কুকুরের জন্য সরকারি ছুটি ঘোষণা!–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্য এশিয়ার শেফার্ড প্রজাতির অ্যালাবে জাতের একটি বিশেষ কুকুরকে জাতীয় ঐতিহ্য বিবেচনা করা হয় তুর্কিমেনিস্তানে। সেই ঐতিহ্য রক্ষায় অ্যালাবে জাতের কুকুরের প্রতিপালনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে দেশে সরকারি ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গুরবানগুলি বার্দিমুখামেদভ।
জানা গেছে, তুর্কিমেনিস্তানের প্রেসিডেন্টের অত্যন্ত পছন্দ শেফার্ড প্রজাতির অ্যালাবে জাতের কুকুর। আর তা থেকেই এ জাতের কুকুরকে তিনি বিবেচনা করেন জাতীয় ঐতিহ্য হিসেবে। এছাড়া প্রাণীর প্রতি ভালোবাসার জন্য বিশেষ ‍সুখ্যাতি রয়েছে তার।

সম্প্রতি অ্যালাবে জাতের কুকুরকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় তুর্কমেনিস্তান জুড়ে। আর সাধারণ ছুটি ঘোষণা করা হয় সেই অনুষ্ঠানকেই ঘিরে। একটি প্রদর্শনীও করা হয় অ্যালাবে জাতের কুকুর নিয়ে। হয় প্রতিযোগিতাও। আর সেই প্রতিযোগিতায় বিচারকেরা অ্যালাবে কুকুরগুলোর মধ্য থেকে সেরা নির্বাচন করেন সৌন্দর্য ও ক্ষিপ্রতার ভিত্তিতে।

এদিকে, ওই আয়োজনে সীমান্তরক্ষী বাহিনীতে সাহসিকতার দৃষ্টান্ত রাখায় একটি কুকুরকে পুরস্কৃত করেন দেশটির প্রেসিডেন্ট।

গতবছর দেশে অ্যালাবে জাতের কুকুরের একটি মূর্তি গড়ে তোলেন গুরবানগুলি। পাশাপাশি সোনালি রঙের এক ঘোড়ার মূর্তি দিয়েও সাজান দেশটির রাজধানী।

উল্লেখ্য, অ্যালাবে কুকুর ও আহল টেকে ঘোড়াকে জাতীয় ঐুতিহ্য ও গর্বের প্রতীক হিসেবে বিবেচনা করে সমগ্র তুর্কিমেনিস্তান। (সূত্র: জি নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.