কিয়েভে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি রাশিয়ার আহ্বান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া কিয়েভে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ আহ্বান জানিয়ে বলেছেন, “সত্যিকার অর্থে কিয়েভ সংকট সমাধানে আগ্রহ থাকলে তাদেরকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।”
আজ শনিবার (৩০ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
রাশিয়া স্বল্প মেয়াদে অভিযানের মাধ্যমে কিয়েভ দখলে নেয়ার যে পরিকল্পনা করেছিল তা এখনও বাস্তবায়িত হয়নি। মস্কো বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে অভিযান জোরদার করেছে।
তবে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে ল্যাভরভ বলেন, “বিশেষ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী কঠোরভারে এগুচ্ছে।”
তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র ও ন্যাটো সত্যিকার অর্থে ইউক্রেন সংকট সমাধান করতে চায় তাহলে প্রথমেই তাদের কিয়েভ সরকারকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করতে হবে।” এর আগে ক্রেমলিন পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছিল।
ল্যাভরভ আরো বলেন, “সম্ভাব্য বেআইনি শত্রুতার বিরুদ্ধে রাশিয়া তার অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম হবে।”
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আসছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.