কিয়েভের পাশেই কামানের শব্দ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশেই কামানের শব্ধ শোনা গেছে। আজ বুধবার (৩০ মার্চ) কামানের শব্ধের পাশাপাশি শহরজুড়ে এয়ার রেইড সাইরেনও বাজানো হয়েছে। ইউক্রেনে উপস্থিত গণমাধ্যমকর্মী লাইসে ডাউচেটের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
লাইসে জানান, সকাল শুরু হয়েছে এয়ার রেইড সাইরেনের মাধ্যমে। এরপরেই শহরের বাইরে থেকে কামানের বিকট শব্ধ পাওয়া গেছে। আমি কিয়েভের কেন্দ্রে থেকেও যা অনুভব করতে পেরেছি
কিয়েভে উপস্থিত বিবিসির আরেক গণমাধ্যমকর্মী জেরেমি বোয়েন জানান, শহরের পাশ থেকেই ক্রমাগত কামানের শব্ধ পাওয়া গেছে। তবে রুশ সেনারা এমন করেছে নাকি ইউক্রেনীয় সেনারা সে বিষয়ে কেউ পরিষ্কার নয়।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরের শহর চেরনিহিভে সামরিক কার্যকলাপ কমানোর আশ্বাস দিয়েছে মস্কো। তবে এই পদক্ষেপকে যুদ্ধবিরতি বলতে রাজি নয় রাশিয়া। ইউক্রেনের সঙ্গে আলোচনায় এ কথা বলেছেন মস্কোর প্রধান আলোচক।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্লাদিমির মেডিনস্কি বলেন, ‘এটি যুদ্ধবিরতি নয়। তবে এটি আমাদের আকাঙ্খা, বিশেষ করে ধীরে ধীরে অন্তত এই এলাকাগুলোতে সংঘাত কমিয়ে আনার জন্য।’
অনেক প্রতীক্ষার পর মঙ্গলবার তুরস্কের শহর ইস্তানবুলে আলোচনায় বসেছিল ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। রাশিয়া ও ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের মধ্যকার আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে শুরু হওয়া বৈঠকে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করেন। এরদোয়ান বলেন, এই আলোচনার অগ্রগতি দুই নেতার সাক্ষাতের সুযোগ তৈরি করবে। আর সেই আলোচনা আয়োজনের জন্যও তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.