কিশোরগঞ্জ বড়ভিটা আফজালুল উলুম বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’র দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ বড়ভিটা আফজালুল উলুম বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’র ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বোববার ১৯ মার্চ সকালে বড়ভিটা আফজালুল উলুম বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’র প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত মাদ্রাসার সহ- সভাপতি ও অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-সৈয়দপুর এমপির প্রতিনিধি ও অত্র মাদ্রাসার সভাপতি রেজাউল আলম (স্বপন)। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন বড়ভিটা এ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ মোজাফফর হোসাইন,বালাপাড়া দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ ছাইদুর রহমান, বড়ভিটা পশ্চিম পাড়া হোসাইনীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ্ মোঃ আবুরায়হান। অনুষ্ঠান পরিচালনা করেন,বড়ভিটা এ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ শামসুল হক।
বিদায়ী বক্তব্য রাখেন বড়ভিটা এ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ অহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ও কমলমতি শিক্ষার্থীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.