কিশোরগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। বুধবার (২৪ আগস্ট) দুপুরে সেনানিবাস এলাকা পরিদর্শনে যান তিনি।
সেনানিবাস এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীন রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এ সময় সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। পরে রাষ্ট্রপতি সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপণ করেন।
এরপর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র এবং ফার্স্ট লেডি রাশিদা হামিদ ছাত্রী নিবাসের উদ্বোধন করেন। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট এ আশ্রয় কেন্দ্র এবং এক কোটি দশ লাখ টাকা ব্যয়ে ছাত্রী নিবাস নির্মাণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি মো. সেলিম রেজা ফারুক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.