কিয়েভে রাশিয়ার হামলা, নিহত-২

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে বিমান হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও তিনজন। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (১২ আগস্ট) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, উত্তর কোরিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা হয়েছে। রাজধানীর একটু উত্তরে এই হামলায় চার বছরের একটি শিশু এবং তার ৩৫ বছর বয়সী বাবা নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়ে এক পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, হামলায় আরও তিনজন আহত হয়েছে। এদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশু রয়েছে।
তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। কিয়েভের বিমান বাহিনী বলছে, ইউক্রেনজুড়ে হামলা চালিয়েছে রাশিয়া।
এর আগে জেলেনস্কি স্বীকার করেছেন, তার বাহিনী রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রবেশ করে হামলা চালাচ্ছে। রাশিয়াও দাবি করে, ইউক্রেনের বাহিনী অনুপ্রবেশ করে ব্যাপক হামলা চালাচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.