কিম জং-ইয়াং ইন্টারপোলের নতুন প্রধান

বিটিসি নিউজ ডেস্কদক্ষিণ কোরিয়ার কিম জং-ইয়াং ইন্টারপোলের প্রধান হচ্ছেন। ১৯৪ সদস্য রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন তিনি।

গত মাসে ইন্টারপোল প্রধান মেং হংওয়েই চীন সফরে গিয়ে গ্রেপ্তার হন। এরপর থেকে দায়িত্বে ছিলেন কিম জং-ইয়াং। এবার ভোটে নির্বাচিত হলেন তিনি।

ইন্টারপোলের ভাইস প্রেসিডেন্ট বর্তমানে পদে আছেন প্রকপচুক। তবে প্রকপচুককে নিয়ে আপত্তি জানায় যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ ও মানবাধিকার সংস্থা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.