‘কিভাবে হাত ভাঙা যায়’, জানার চেষ্টা করছেন রাশিয়ানরা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ানরা বুধবার হঠাৎ করে গুগলে জানার চেষ্টা করছেন ‘কিভাবে হাত ভাঙা যায়।’
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন লাখ সেনা জড়ো করার ঘোষণা দেওয়ার পর রাশিয়ানরা গুগলে ‘কিভাবে হাত ভাঙা যায়’ সে বিষয়টি খুঁজছেন।
মূলত যেন ইউক্রেনে যুদ্ধে না যেতে হয় সেটির উপায় খুঁজতে নিজেদের হাত ভাঙার চিন্তাও করছেন অনেক রাশিয়ান।
বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি ঘোষণা দেন, ইউক্রেনে আরও সেনা পাঠাবেন।
তাছাড়া এই ভাষণে পশ্চিমাদের ওপর পারমাণবিক হামলার হুমকিও দিয়েছেন পুতিন।
এদিকে পুতিনের এমন ঘোষণার পর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু জানান, ছাত্র-ছাত্রী এবং কনসক্রিপ্ট সেনাদের যুদ্ধে পাঠানো হবে না।
কিন্তু পুতিনের এ ঘোষণার পর রাশিয়ায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পরেছে। অনেক মনে করছেন তাদের জোর করে যুদ্ধে পাঠানো হবে।
বুধবারই তুরস্ক ও জর্জিয়াসহ যেসব দেশে রাশিয়োনদের জন্য ভিসা লাগে না সেসব দেশের সব বিমানের টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে যায়। (সূত্র: দ্য গার্ডিয়ান)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.