কিপারের বীরত্বে চেক রিপাবলিককে রুখে দিলো জর্জিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: একের পর এক আক্রমণ করে যাচ্ছে চেক রিপাবলিক। পুরো ম্যাচে যে আধিপত্য দেখালো তারা, তাতে বড় ব্যবধানে জর্জিয়াকে হারিয়ে উল্লাস করার কথা ছিল তাদের। কিন্তু গোলপোস্টের মাঝে দেয়াল হয়ে দাঁড়ান জর্জিয়ান গোলকিপার জর্জি মামারদাশভিলি।
চেকদের ১০টি আক্রমণ ঠেকিয়েছেন তিনি। একটি পারেননি, তাতে পিছিয়ে পড়া চেকরা হার এড়িয়ে একটি পয়েন্ট পেয়েছে।
হ্যামবুর্গে চেক রিপাবলিক ও জর্জিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইউরোর নকআউটের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপের শেষ ম্যাচে জিততেই হবে দুই দলকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.