কিউকে আহমদ ফাউন্ডেশন ও প্রয়াসের উদ্যোগ, চাঁপাইনবাবগঞ্জে মূল্যবোধ-নৈতিকতা ও দেশপ্রেমে তরুণদের উদ্বুদ্ধকরণ সম্মেলন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুন সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জ ক্লাবে সম্মেলনে অর্থায়ন করে বাংলাদেশ ব্যাংকের দূর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল।
কিউকে আহমদ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ব্যবস্থায়পনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কিউকে আহমদ ফাউন্ডেশন ও পল্লী কর্র্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। স্বাগত বক্তব্য রাখেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ হাসিব হোসেন। অতিথি ছিলেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের প্রতিষ্ঠাতা ড. কাজী খলীকুজ্জমানের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. জাহেদা আহমদ, পিকেএসএফের পরিচালনা পর্ষদের সদস্য ড. মো. আবদুল মুঈদ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, কিউকে আহমদ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তরফদার মো. আরিফুর রহমান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে একই স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা হয়। সম্মেলন শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।
সম্মেলনে নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলকে তরুণদের মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.