BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাস্টমস শুধু রাজস্ব আহরণ করে না, বিপুল বৈচিত্র্যময় কাজ করে, রাজশাহীতে লুৎফুল আজীম

কাস্টমস শুধু রাজস্ব আহরণ করে না, বিপুল বৈচিত্র্যময় কাজ করে, রাজশাহীতে লুৎফুল আজীম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য মোঃ লুৎফুল আজীম বলেছেন, কাস্টমস শুধু রাজস্ব আহরণকারী একটি প্রতিষ্ঠান নয়; এটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা, ব্যবসায়িক স্বচ্ছতা, শুল্ক ও জরুরি সেবা প্রদানে গুরুত্বপূর্ন ভৃমিকা পালন করে।

সোমবার সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কাস্টমস শুল্ক আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করে, আমদানি-রপ্তানিতে বৈচিত্র আনে, চোরাচালান ও মানি লন্ডারিং প্রতিরোধ করে, অবৈধ পণ্য আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ করে এবং স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে।

লুৎফুল আজীম বলেন, স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে আমরা দুর্নীতি কমাতে পারব এবং সাধারণ জনগণ আরও ভালো সেবা পাবে। এজন্য আধুনিকায়ন এবং ওয়ান স্টপ সার্ভিস ছাড়া বিকল্প নেই।

তিনি জানান, কাস্টমস এখনো অনেক ক্ষেত্রেই কাগজভিত্তিক কার্যক্রমে নির্ভরশীল এবং সময়ের দাবী অনুযায়ী দ্রুত পেপারলেস ও ফেসলেস সেবা বাস্তবায়ন করা জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, এনবিআর ইতোমধ্যেই বিভিন্ন আধুনিকায়ন প্রকল্প হাতে নিয়েছে। তার একটি বড় উদাহরণ হিসেবে তিনি অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুবিধা, এবং ভ্যাট রিফান্ড অনলাইনে প্রদান ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব আরোপ করেন। এ ব্যবস্থা থেকে আর রিফান্ড ভাউচার নিয়ে অফিসে আসার প্রয়োজন হবে না; টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যাংক একাউন্টে চলে যাবে বলেন তিনি।

এসময় তিনি বৈদেশিক মুদ্রার সঙ্কটের কথা উল্লেখ করে বলেন, এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে আগ্রহী হওয়া ঠিক নয়। আমাদের উচিত কাঁচামাল ও মেশিনারিজ আমদানিতে অগ্রাধিকার দেওয়া, যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। তিনি ব্যবসায়ীদের ভোগ্যপণ্য আমদানিতে নিরুৎসাহিত করার জন্যও পরামর্শ দেন।

লুৎফুল আজীম বলেন, শুল্কায়ন থেকে আমদানি মূল্যের যে পার্থক্য আছে সেটি বাস্তবিকভাবে সমন্বয় করা প্রয়োজন; তা না হলে সৎ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং চোরাচালান বৃদ্ধি পাবে। তিনি ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতার গুরুত্বও তুলে ধরে বলেন, একসাথে কাজ করলে দেশ স্বাধীন ও সার্বভৌমতার উচ্চতায় পৌঁছাবে।

সেমিনারে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মোঃ ফায়েত হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কমিশনার মুহা. মাহবুবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার বিপ্লব ক্লান্তি দাস, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, সুধীজন ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এবারের আন্তর্জাতিক কাস্টমস দিবস এর প্রতিপাদ্য ছিল অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে জবাব হবে ‘যন্ত্রণাদায়ক’ : হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আঁকা দেয়ালচিত্র উন্মোচন ইরানে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের প্রজাতন্ত্র দিবসের বার্তায় ভারত- চীনকে ‘বন্ধু, অংশীদার’ বললেন চীনা প্রেসিডেন্ট সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বাগেরহাটে হেভিওয়েট প্রার্থী সেলিমের নির্বাচনী গনসংযোগ ও লিফলেট বিতরণ বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফোন করে হুমকি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক জামালপুর-১ আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর রেজাউল করিমের! কাস্টমস শুধু রাজস্ব আহরণ করে না, বিপুল বৈচিত্র্যময় কাজ করে, রাজশাহীতে লুৎফুল আজীম