কাশ্মীর সীমান্তে তুমুল লড়াই : ১০ ভারতীয়, ৫ পাকিস্তানী নিহত

(কাশ্মীর সীমান্তে তুমুল লড়াই : ১০ ভারতীয়, ৫ পাকিস্তানী নিহত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় দুপক্ষের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সীমান্তের কেরান সেক্টরে এ সংঘর্ষ হয়। নিহতের মধ্যে এর মধ্যে ১০ জনই বেসামরিক নাগরিক।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) দিনভর অন্তত পাঁচটি স্থানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে এটাই ভয়াবহতম লড়াইয়ের ঘটনা।

ভারতীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, ভারতের পক্ষে তিনজন সেনা এবং একজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। বাকি ছয়জন বেসামরিক নাগরিক।

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, সংঘর্ষে পাকিস্তানের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া তাদের আরো চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কোন কারণ ছাড়াই পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এ হামলায় পাকিস্তান মর্টার ও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে।

দুই দেশের সেনাদের লড়াইয়ে কারণে স্থানীয় গ্রামবাসী তাঁদের ঘরবাড়ি ছাড়েন।

এদিকে পাকিস্তানশাসিত কাশ্মীরের সরকারি কর্মকর্তা সৈয়দ শহীদ কাদরি অভিযোগ করেন, ভারতীয় বাহিনী বেসামরিক জনগণকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। ভারতীয় হামলায় নিহত পাকিস্তানিদের মধ্যে একজন নারীও আছেন। আহত হয়েছেন অন্য ২৭ জন।

গত সপ্তাহে নিয়ন্ত্রণরেখায় লড়াইয়ে তিন ভারতীয় সেনা ও তিন জঙ্গি নিহত হওয়ার খবর দিয়েছিল ভারত। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.