কাশ্মীর ইস্যুতে : ভারতের ৭ রাজ্য ও ১৯ বিমানবন্দরে হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারী

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ককাশ্মীর সম্পর্কিত ৩৭০ ধারা বাতিলের পর নতুন করে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় ভারতের সাতটি রাজ্য ও ১৯টি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারী করেছে ভারত সরকার। গতকাল বুধবার থেকেই এ সতর্কতা জারী করা হয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, কাশ্মীর সম্পর্কিত ৩৭০ ধারা বাতিলের পর নতুন করে সন্ত্রাসবাদী হামলার ছক করছে জইশ-ই-মোহাম্মদ। দেশটির গোয়েন্দারা বলছে, কাশ্মীর ও ৭টি রাজ্যে বড় ধরনের হামলার চেষ্টা চালাচ্ছে তারা। এরপরই সর্বোচ্চ সতর্কতা জারির সিদ্ধান্ত নেয়া হয়।

দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে হাই অ্যালার্ট জারী করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে আকাশপথে হামলার আশঙ্কায় ইতোমধ্যে ভারতের ১৯টি বিমানবন্দরে কড়া সতর্কতা জারী করেছে সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, ১০ থেকে ২০ আগস্ট এই বিমানবন্দরগুলোতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় টিকিট-সহ শুধু যাত্রীদেরই বিমানবন্দরের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.