কাশ্মীরে গোলাগুলিতে ১ সেনা সদস্য ও ২ সন্ত্রাসী নিহত

বিটিসি নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এসময় গুলিতে দুই সন্ত্রাসীও নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

আজ সকালে রাজ্যটির শ্রীনগর শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে পালওয়ামা জেলায় সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে গুলি করেন সন্ত্রাসীরা। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক সেনা সদস্য। পরে অন্তত পাঁচ ঘণ্টা গুলি বিনিময়ে দুই সন্ত্রাসীও নিহত হন বলে নিশ্চিত করে দেশটির পুলিশ।

 

 

জানা গেছে, ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়েছিল দেশটির নিরাপত্তা বাহিনী। আর তখনই তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন সন্ত্রাসীরা।

পুলিশ বলছে, দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। এছাড়া একজনকে একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। অভিযান এখনও চলছে।

ভারত নিয়ন্ত্রিত এ এলাকাটিতে সন্ত্রাসীদের অপতৎপরতা থামছেই না। গত এক সপ্তাহে রাজ্যটিতে গুলিতে অন্তত ২০ সন্ত্রাসী নিহত হয়েছেন। এছাড়া অভিযান চালাতে গিয়ে প্রাণ হারাচ্ছেন নিরাপত্তা কর্মীরাও।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.