কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় নিহত-১

(কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় নিহত-১–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স সিআরপিএফের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) শ্রীনগরের উপকণ্ঠে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, শ্রীনগর-বারামুল্লা মহাসড়কে টহল দেওয়ার সময় লাওয়াপুরায় সিআরপিএফের ওই গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক পাল্টা জবাব দিলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা এ হামলা চালিয়েছে বলে দাবী করেছেন কাশ্মীর পুলিশের মহাপরিচালক। হামলাকারীদের খোঁজে ওই এলাকায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এদিকে কাশ্মীর পুলিশের মহাপরিচালক বিজয় কুমার দাবী করছেন সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা এ হামলা চালিয়েছে। তিনি বলেন, ১ জওয়ান নিহত হয়েছে। ৩ জন আহত। হামলার পেছনে ছিল লস্কর-ই-তৈয়বা।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.