কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন এরদোয়ান

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

ভাষণে এরদোয়ান বলেন, পাকিস্তানকে তিনি নিজ দেশের মতোই মনে করেন। তিনি আরও বলেন, কয়েকশ বছর আগে তুরস্কের কানাকালেতে যে ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছিল একই ঘটনা ঘটছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে। এর বিরুদ্ধে আঙ্কারা সব সময় প্রতিবাদ করে যাবে।

এরদোয়ান বলেন, আজকে কাশ্মির ইস্যুকে পাকিস্তানিরা যেভাবে দেখছেন আমরাও ঠিক একইভাবে দেখছি। আমরা অতীতের মতো ভবিষ্যতেও পাকিস্তানকে সমর্থন দিয়ে যাব।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান এখন শান্তি এবং স্থিতিশীলতার পথে রয়েছে। তবে এটি খুব সহজে আসে না। এজন্য অনেক কাজ করতে হয়। পাকিস্তান নিশ্চয়ই সন্ত্রাসবাদের কবল থেকে মুক্ত হয়ে স্থিতিশীল হবে। সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে ইসলামাবাদের পাশে থাকবে আঙ্কারা।

কাশ্মির ইস্যুতে তিনি বলেন, কাশ্মিরে আমাদের ভাই-বোনেরা কয়েক দশক ধরে চরম নির্যাতনের শিকার হয়ে আসছেন। সাম্প্রতিক দিনগুলোতে একতরফা পদক্ষেপের কারণে সে দুর্ভোগ বহুগুণে বেড়েছে। সহিংসতা অথবা নির্যাতনের মাধ্যমে নয় বরং কাশ্মির সমস্যার সমাধান হতে হবে ন্যায়বিচার ও স্বচ্ছতার মাধ্যমে। এ ধরনের সমাধান সব পক্ষের স্বার্থ রক্ষা করবে। কাশ্মির ইস্যুতে সবসময় ন্যায়বিচার, শান্তি ও সংলাপের পক্ষে থাকবে তুরস্ক।

দুই দিনের সফরে বৃহস্পতিবার পাকিস্তানে পৌঁছান এরদোয়ান। সফরে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান, প্রেসিডেন্ট আরিফ আলভিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.