কাল লালপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৯ তম মৃত্যু বার্ষিকী

নাটোর প্রতিনিধি: আগামীকাল সোমবার (০৬ জুন) নাটোরের আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৯তম মৃত্যু বার্ষিকী।

এই দিনে বিএনপি ও জামায়াতের জোট সরকার আমলে ২০০৩ সালে ৬ জুন রাতে লালপুর উপজেলার দাইঁড়পাড়া নামকস্থানে দুবৃর্ত্তরা সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনকে কুপিয়ে জখম করে।
আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
দিনটি উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে সহ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় ভাবে পু¯পস্তবক অর্পণ,কবর জিয়ারত ,স্মরণ সভা ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির পালন করে আসছে।
এবিষয়ে লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী বলেন,আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৯ তম শাহাদাৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুম্পস্তবক অর্পণ,কবর জিয়ারত ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.