নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাজশাহী মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এ দিনে আনুষ্ঠানিকভাবে রাজশাহী শত্রুমুক্ত হয়। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে কর্মসূচি আয়োজন করেছে বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী ও উত্তরবঙ্গের বৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে নগরীর শিরোইল এলাকায় বিভাগীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালানায় অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালউর রহমান বাবুসহ বিশিষ্টজনরা বক্তব্য রাখবেন। রাজশাহী মুক্ত দিবস স্মরণে আয়োজিত সভায় সংগঠন দুটির সদস্যদের উপস্থিত হওয়ার আহবান জানানো হয়েছে।
এ বিষয়ে বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হলেও রাজশাহীবাসীকে বিজয়ের স্বাদ পেতে আরও দুদিন অপেক্ষা করতে হয়। লালগোলা সাব-সেক্টর কমান্ডার মেজর গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী ও সেখপাড়া সাব-সেক্টর কমান্ডার মেজর রশিদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাক সেনাদের সাথে লড়াই করে মুক্ত করে ফেলেন রাজশাহীর গ্রামাঞ্চল। ১৮ ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে স্বাধীন বাংলার পতাকা তুলেন লাল গোলা সাব-সেক্টর কমান্ডার মেজর গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী। পরে পাকিস্তানি সৈন্যরা রাজশাহী ছেড়ে চলে যায় নাটোরে। রাজশাহীর মানুষ ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রাজশাহী শত্রুমুক্ত হয়। প্রতিবছর আমরা দিবসটি পালন করে থাকি। তারই ধারবাহিকতায় এবারও আমাদের কর্মসূচি রয়েছে।
আলোচনা সভায় অংশ গ্রহণ করবেন, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম আব্দুল মুগনী নীরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, সাংবাদিক মোজাম্মেল বাবু, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, প্রকাশকালের চীফ রিপোর্টার শেখ মো. রুমেল, সাংবাদিক মো. আল আমীন হোসেন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সাইদুর রহমান / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.