কালীগঞ্জে ৪৯৬ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি র‍্যাবের হাতে আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৯৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুরের সিনিয়র এএসপি সালমান নুর আলম এ তথ্য জানিয়েছেন।
আটক শামিমা সরকার উপজেলার চলবলা ইউনিয়নের নিথক সোনাপুকুর এলাকার শাহ আলম সরকারের মেয়ে।
জানা যায়, র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চলবলা ইউনিয়নের অন্তর্গত নিথক এলাকার অভিযান পরিচালন করেন। এ সময় মাদক কারবারি শামিমা সরকার (৩৯) এর বাড়ি থেকে ৪৯৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
র‌্যাব -১৩ এর সিনিয়র এএসপি সালমান নুর আলম বিটিসি নিউজকে জানান, আটককৃত শামিমা সরকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত সে লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.