কালীগঞ্জে ২২ ভুয়া পরীক্ষার্থী বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি ও এবতেদায়ী) পরীক্ষা ভুয়া ছাত্র-ছাত্রীদের দিয়ে নেওয়া হচ্ছে এমন অভিযোগে ২২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার চামটাহাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব গোলাম মোস্তাফা লেবু কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই অভিযোগের সত্যতা পান।
অভিযোগ ছিল, সঠিক পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষায় প্রক্সি দিচ্ছে।
 প্রবেশ পত্রের সঙ্গে অনেক পরীক্ষার্থীর নাম-চেহারার মিল ছিলো না।
চামটাহাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব গোলাম মোস্তাফা লেবু বিটিসি নিউজকে জানান, প্রবেশপত্রের সাথে নাম-চেহারা মিল না থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে। আটক শিক্ষার্থীদের কোনো অভিভাবক না আসায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বিটিসি নিউজকে জানান, অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদেরকে বহিস্কার করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.