কালীগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

প্রতীকী ছবি
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই ইউসুব আলী (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ৯জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
আজ বৃহস্পতিবার (০১জুলাই) সকালে নিহতের স্ত্রী মঞ্জু আরা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে কালীগঞ্জ থানার (ওসি) আরজু মোঃ সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গতকাল বুধবার (৩০ জুন) দিনগত রাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের বুড়িরহাটে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বিটিসি নিউজকে আরো জানান, স্থানীয় বুড়িরহাটে ইউসুব আলীর সাথে তার বড় ভাই ইব্রাহীম মিয়ার(৬৫) পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বিতর্ক লাগে। বিতর্কের এক পর্যয়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে ঘটনাস্থলেই ছোট ভাই ইউসুব আলীর মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আর আসামীদের গ্রেফতার করা চেষ্টা চলছে বলেও তিনি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.