কালীগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নিহত-১, আহত-১৫

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন (৪০) নামে শাপলা পরিবহনের এক সুপার ভাইজার নিহত হয়েছেন। এতে ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আজ শুক্রবার (২৪ মার্চ) বেলা ১টার দিকে কালীগঞ্জ-যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা শাফলা পরিবহনের বাসটি কালীগঞ্জ আসছিল। পথে কেয়াবাগান নামক স্থানে পৌঁছামাত্র যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার কালীগঞ্জের হেলাই গ্রামের আব্দুল কাদেরের ছেলে ইব্রাহিম হোসেন নিহত হন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শেখ মামুনুর রশিদ বিটিসি নিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেন ফায়ারকর্মীরা। আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.