কালীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধিঃ  কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অনুর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ( ৭সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ এর উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো.রইছ উল আলম মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. আবু জাফর মহোদয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ খেলায় উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি দল অংশগ্রহন করছেন।  টুর্ণামেন্টটির উদ্বোধনী খেলায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. রবিউল হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন,খেলার জগতে থাকি মাদক কে না বলি এই শ্লোগান কে ধারন করে লেখা পড়ার পাশা পাশি খেলার জগতে থাকতে হবে,খেলা ধুলাই পারে মাদকে থেকে দূরে রাখতে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সব ধরনের খেলায় অংশগ্রহণ করে নিজেদেরকে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার আহবান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.