কালীগঞ্জে পৈত্রিক সম্পত্তি জবর-দখলের অভিযোগ!

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তির ২৪ শতক জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার দলগ্রাম ইউনিয়নের আতাউর রহমানের ছেলে আশিকীন হাবীব বাদী হয়ে জবর-দখলকারী ৬জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার দলগ্রাম শ্রীখাতা ৭নং ওয়ার্ডের আতাউর রহমানের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৪ শতক জমি বিবাদী-গোলাম এলাহী (৫৫),গোলাম রসূল(৪৮),গোলাম ফরিদ(৪৩) ,ইব্রাহীম ওরফে আসিফ(২০),আছেফা বেগম(৪৮) প্রায় ১০/১৫বছর পূর্বে জোর পূর্বক জবর দখল করিয়া ভোগ দখল করিয়া আসিতেছে।
১হইতে ৫নং বিবাদীগণ এমদাদুল হক মুকুলের কথা মতে উক্ত জমির দখল ছাড়িয়া না দেওয়ায় আশিকীন হাবীবের সহিত সকল বিবাদী গণের বিরোধের সৃষ্টি হয়।
 এরই এক পর্যায় গত ২০আগষ্ট বেলা ১১টার দিকে বিবাদীগণের সহিত আশিকীন হাবীবের উক্ত জমির বিষয়কে কেন্দ্র করিয়া বিবাদীগনের সহিত বাক বিতন্ডের সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে চাইলে আশিকীন হাবীব বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, শ্রীখাতা মৌজার যে এল নং -২৫,খতিয়ান নং-৪১৮,দাগ নং-সাঃ ৬৪৯৫,হাঃ১১৫১০ দাগে ১৪শতক। দাগ নং-সাঃ৬৪৯৭,হাঃ ১১৫১১দাগে জমি ১০শতক।মোট দুই দাগে ২৪শতক জমি আমার বাবার পৈত্রিক সম্পত্তি ওরা দীর্ঘদিন থেকে জবর দখল করে খাচ্ছে। কিছু বলতে গেলে বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে আমাদেরকে নির্যাতন করে।তাদের কে একাধিকবার কাগজপত্র দেখাতে বললেও তারা কোন কাগজ দেখাতে পারেননি।
এ বিষয়ে বিবাদী গোলাম এলাহীর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, সরেজমিনে গিয়ে শান্তি শৃঙ্খলার লক্ষে কাগজপত্রসহ উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.