কালীগঞ্জে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা।
উক্ত অনুষ্টানে বাবু জগদীশ চন্দ্র  রায়ের সঞ্চালনায় পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা  শাখার এডহক কমিটির আহবায়ক  বাবু অতুল কৃঞ্চ অধিকারীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু হিরা লাল রায়।
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,কালীগঞ্জ  উপজেলা পরিষদের  চেযারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, সহকারী কমিশনার ( ভূমি) জাহাঙ্গীর হোসেন , কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃঞ্চ রায়, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ ও তুষভান্ডার ইউপি সদস্য বাবু কৃঞ্চ চরণ মোহন্ত।
দ্বি-বার্ষিক সম্মেলনের শেষ পর্যায়ে গঠিত বিষয় নির্ধারণী কমিটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  বাবু বিজয় কুমার রায় ও সাধারণ সম্পাদক হিসেবে দেবদাস রায় বাবুলের নাম ঘোষণা করেন।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.