লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস ও ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কৃষক- কৃষাণীদের নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, বিষমুক্ত খাদ্য উৎপাদন ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের পার্টনার প্রোগ্রামের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (রংপুর অঞ্চল) অতিরিক্ত পরিচালক মো: শফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইখুল আরিফিন, কালীগঞ্জ উপজেলা নিবর্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা (রংপুর অঞ্চল) অশোক কুমার রায়, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলা প্রমূখ।
অনুষ্ঠানে কংগ্রেসে পার্টনার প্রোগ্রামের পটভূমি, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আলোচিত বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল-ফার্মারস সার্ভিস সেন্টারে রূপান্তর, সঞ্চয় ও হিসাব সংরক্ষণ, ব্যাংক হিসাব খোলা ও নিয়মিত সভা, নথি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন, আয়বর্ধক কার্যক্রম, নিরাপদ ও লাভজনক ফসল উৎপাদন। উত্তম কৃষি চর্চা (GAP) নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানায়, এই কংগ্রেসের মাধ্যমে অংশীদার কৃষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনগুলোর কার্যকারিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.