কালীগঞ্জে দেহ ব্যবসার অপরাধে দুই জনের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে দেহ ব্যবসার সাথে জড়িত থেকে গণউপদ্রব তৈরী করার অপরাধে আইরিন নেছা ও জাহিদুল ইসলাম নামে দুই জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম এ অভিযান পরিচালনা করেন।
উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম কাব্যদিগন্ত ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের দুইজনকে আটক করে পুলিশ। তাদের বাড়ি ওই এলাকায়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দেহ ব্যবসার অপরাধে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজা প্রাপ্ত দুজনকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে দুই দেহ ব্যবসায়ীকে আটক করেছি। মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত দুই জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.