কালীগঞ্জে জমি জমার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে জমিজমার জের ধরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ২জন আহত হয়েছেন।
আহত ব্যক্তি উপজেলার হর বানীনগর এলাকার আবুল কালাম (৫০) ও তার স্ত্রী আবিদা সুলতানা হিরা (৪৫)।
এর মধ্যে আবুল কালামের অবস্থা গুরুতর হওয়ায় তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায় গতকাল বৃহস্পতিবার (২৩  জুলাই) সকালে রংপুর থেকে মোটরসাইকেলযোগে আসার সময় আবুল কালাম ও তার স্ত্রী আবিদা সুলতানা হিরা উভয়কে প্রতিপক্ষ নাসিমুল ইসলাম রাসেল,সিরাজুল ইসলাম, শাহ আলম ও তার লোকজন বাড়ির পাশে এসে পৌঁছালে  তাদের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় তাদের নিকট থাকা নগদ ৫০ হাজার টাকা, মহিলার গলাশ থাকা স্বার্নালংকার সহ মোট ২লক্ষ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। এবং হাতে থাকা অস্ত্র দ্বারা তাদের আঘাত করেন।
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাত মাথায় লাগলে আবুল কালামের মাথা রক্তাক্ত হয়ে পড়ে। এবং লাঠি দ্বারা হাতে আঘাত করায় হাতের একটি হাড় ও ভেঙ্গে যায়। গলাটিপে হত্যার চেস্টা করা হয় বলে ও জানা গেছে।
এ বিষয়ে এলাকার স্থানীয় লোকজন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে জমি জমাকে কেন্দ্র করে বিরোধ  চলে আসছে। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলাকারীরা আবুল কালামকে হত্যার চেস্টা চালায়।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় বাদী হয়ে ফাতেমাতুজ জোহরা তমা (২৬) একটি অভিযোগ দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন অভিযোগের সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.