কালীগঞ্জে ইয়াবাসহ দুই ইউপি সদস্য আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ দুই ইউপি সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে কালীগঞ্জ শহরের মেন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ঘোপ পাড়া গ্রামের সামছুদ্দিন বিশ্বাসের ছেলে টিপু সুলতান (৪০) এবং একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তেতুলবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাশেদুল ইসলাম (৩৮)।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ মেন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে টিপু সুলতান ও রাশিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.