কালীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল সোহান (৭) নামে এক শিশুর।

আজ রোববার (৯ আগস্ট) দুপুরের দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সোহান উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মিলন বাজার এলাকার মজিবর স্বপ্না দম্পতির একমাত্র ছেলে।

জানা গেছে, দুপুরের দিকে রাস্তার পাশে পুকুরে গোসল শেসে বাড়ি ফেরার সময় রাস্তা পাগ হচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে একটি ইজিবাইকটি শিশু সোহানকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল হক শহীদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, দুর্ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, নিহতের পরিবার জানিয়েছেন শিশুটি রংপুর মেডিকলে কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.