কালীগঞ্জে আগুনে পুড়লো ২০ বিঘা জমির পানবরজ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়েছে ১৬ জন কৃষকের প্রায় ২০ বিঘা জমির পানের বরজ। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খদ্দরায় গ্রামের দক্ষিণ মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ কৃষকের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের কৃষ্ণ সেন জানান, আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে তার জমিতে হঠাৎ করেই আগুন ধরে যায়। একে একে পাশের জমিতে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে যায় ওই গ্রামের রতন সেন, পীযূষ সেন, সুধীন সেন, রবীন সেন, অশোক দে, হারান সেন, অমল সেনসহ ১৬ কৃষকের ২০ বিঘা জমির পানবরজ।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বিড়ি বা সিগারেটের আগুনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খরব পেয়ে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। কৃষকদের সহযোগিতার আশ্বাস দেন তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.