কালীগঞ্জে আগুনে পুড়লো ৪ দোকান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ টি দোকান ঘর পুড়ে গেছে। এতে অন্তত ৫ থেকে ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (২৮ জুন) সকাল ৬ টার দিকে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম  ইউনিয়নে পাদুর বাজার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ঘন্টা দুয়েক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বিটিসি নিউজকে জানান, সকালে দলগ্রামের পাদুর বাজারে একটি দোকান থেকে সর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪টি দোকান ঘর পুড়ে গেছে।
কালীগঞ্জের ইউএনও জহির ইমাম বিটিসি নিউজকে বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সাভির্সের সহযোগিতায় ১টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.