কালীগঞ্জে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী জোরগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রত্না বেগম আদিতমারী উপজেলার রেলগেট এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তিনি ঢাকায় পোশাক কারখানার পোশাক শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, ঢাকার পোশাক শ্রমিক রত্না বেগম স্বামী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। ঈদে ছুটি নিয়ে বাবার বাড়ি আসেন। সেখান থেকে কালীগঞ্জ উপজেলার দুহুলী এলাকায় আত্নীয়র বাড়িতে বেড়াতে যান।
আজ বৃহস্পতিবার দুপুরে অটোরিক্সা যোগে বাবা ও ছেলেকে নিয়ে বাবার বাড়ি আদিতমারী ফিরছিলেন রত্না বেগম। এ সময় জোরগাছ এলাকায় পৌছলে অসাবধানতা বশত তার ওড়না অটোরিক্সায় চাকায় পেঁছিয়ে গুরুতর আহত হন। পরে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.ফরহাদ হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.