কালকিনিতে আগুন লেগে ৪টি দোকান পুড়ে ছাই

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে আগুন লেগে ৪ টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়নের নতুন চর দৌলতখান এলাকার মিয়ার হাট ব্রিজের দক্ষিণ পাশের দোকানগুলোতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে কালকিনি ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দোকান মালিক মহসিন খান বিটিসি নিউজকে জানান, তার চারটি দোকানের মাঝে একটি চায়ের দোকান, একটি বিকাশ ও ফ্লাক্সিলোডের দোকান, একটি দোকান দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয় এবং একটি দোকান খালি ছিল।
তবে কিভাবে আগুন লেগেছে তা তিনি না বলতে পারলেও ধারণা করছেন কেউ শত্রুতা করে আগুন লাগাতে পারে।
আগুনে জাহাঙ্গীর দারোগা ও তার ছেলে সোহাগ দারোগার দুটি দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়।
এবিষয়ে কালকিনি থানার ওসি (তদন্ত) মারগুব তৌহিদ বিটিসি নিউজকে জানান, আগুন লাগার ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.