কার্বন নিঃসরণ শূন্য করতে ১৮০ বিলিয়ন ডলার খরচ করবে সৌদি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করেছে সৌদি আরব। এই লক্ষ্যে পৌঁছাতে ১৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রাষ্ট্রটি।
গতকাল শনিবার (২৩ অক্টোবর) এখবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, এসব জানিয়েছেন খোদ সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি জানান, আরও কয়েক দশক ধরে তেল উৎপাদন চালিয়ে যাবে এই দেশ।
আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে কপ-২৬ জলবায়ু পরিবর্তন সামিট। সম্মেলনের আগেই কার্বন নিঃসরণ শূন্যে নামানোর ঘোষণা দিলো সৌদি। তারা এখন ১০০টিরও বেশি দেশের সঙ্গে যোগ দিয়েছে যারা শূন্য নির্গমনে পৌঁছানোর প্রতিশ্রুতিবদ্ধ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.