কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতে খুচরা মাছ ব্যবসায়ীকে জরিমানা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুডহুদার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে বিদেশী মাগুর মাছ বিক্রির অপরাধে এক খুচরা মাছ বিক্রেতা সিরাজুল ইসলামকে মৎস্য আইন ১৯৮৫ এ ধারায় দুই হাজার জরিমানা করেছেন।
এতিম খানায় বিতরণ করেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২ টায় দামুডহুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সু-দীপ্ত কুমার সিংহ অভিযান পরিচালনা করেন। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ুব আলী ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জুয়েল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সু-দীপ্ত কুমার সিংহ বিটিসি নিউজকে জানান, কার্পাসডাঙ্গা বাজারে অসাধু ব্যবসায়ীরা বিদেশী মাগুর মাছ খাওয়ার জন্যে নিষিদ্ধ নয়, কিন্তু বাংলাদেশে এ মাছ চাষ করার উপযোগী নয়। এ মাছ চাষের ব্যয়বহুল খরচ। মাছগুলি এতিমখানায় বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.