কার্পাসডাঙ্গা বাজারে অভিযান : দোকান মালিকদের ডিসিআর কাটার নির্দেশ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে সহকারী কমিশনার (ভূমি)মো: মহিউদ্দিন অভিযান চালিয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় এ অভিযান চালানো হয়।
অবৈধ ভাবে যারা সরকারী জমিতে দোকান করেছে তাদের কে কাগজ পত্র নবায়ন করার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের সরকারী জমিতে একাধিক অবৈধ ভাবে দোকান নির্মাণ করেছে। কিছু দোকান মালিকরা প্রথম পর্যায়ে ডিসিআর কাটলেও অনেকেই মেয়াদ শেষ হলেও আর কেউ ডিসি আর কাটেনি। তারা সরকারী জমিতে ঘর নির্মাণ করে অবৈধ ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহিউদ্দিন আজ বাজারে অবৈধ অবৈধ ভাবে দোকান মালিকদের ১৫ দিনের মধ্যে সরকারী নিয়ম অনুযায়ী ডিসিআর নবায়ন না করলে আইনগত ব্যবস্হা নেয়া বলে নির্দেশ দিয়ে যান।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পাট কর্মকর্তা রিয়াজুল ইসলাম, পেশকার জিহন আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফ আলী ও কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এএসআই রওশন আলী প্রমুখ।
উল্লেখ্য, যে কার্পাসডাঙ্গা বাজারে প্রায় শতাধিক অবৈধ পাকা দোকান ঘর রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.