কারামুক্তির পরপরই আবার গ্রেপ্তার পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আবার গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল তাকে।
তবে, গ্রেপ্তারের পর সাবেক মন্ত্রী কুরেশিকে পুলিশ কোথায় নিয়ে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আদিয়ালা জেলের বাইরে গ্রেপ্তার হওয়ার আগে কুরেশি সাংবাদিকদের বলেন, তিনি এখনো পিটিআইয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
কুরেশি এমন সময়ে এ কথা বললেন, যখন পিটিআই থেকে অনেকেই পদত্যাগ করছে । পদত্যাগের খাতায় সর্বশেষ নাম লিখিয়েছেন দলটির অন্যতম প্রভাবশালী নেত্রী শিরিন মাজারি, যা রাজনৈতিকভাবে চাপে থাকা ইমরান খানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
গতকাল এক সংবাদ সম্মেলনে পিটিআই থেকে পদত্যাগের ঘোষণা দেন শিরিন মাজারি। তিনি বলেন, এখন থেকে তিনি পিটিআই কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা রাখবেন না।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআইয়ের আরেক নেত্রী মুসারাত জামশেদ চিমাও কারামুক্তির পরপরই গ্রেপ্তার হয়েছেন।
পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশিকে মুক্তি দিতে ১৮ মে নির্দেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে আদালত জনশৃঙ্খলা আইনে তাকে গ্রেপ্তারের বিষয়টিকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.