বিটিসি স্পোর্টস ডেস্ক: কারাবাও কাপে সোয়ানসির বিপক্ষে এক পর্যায়ে বিপদে পড়লেও শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি জয় তুলে নিয়েছে ৩-১ ব্যবধানে। এতে পেপ গার্দিওলার দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট।
ম্যাচের শুরুতেই চমকে দেয় চ্যাম্পিয়নশিপ ক্লাব সোয়ানসি সিটি। ১২তম মিনিটেই প্রথম সুযোগ থেকে গোল করে বসেন গনসালো ফ্রাঙ্কো, এগিয়ে দেয় স্বাগতিক দলকে।
তবে বিরতির আগেই ম্যাচে ফিরে আসে সিটি। জেরেমি ডোকুর শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে সমতা ফেরে স্কোরলাইনে।
এরপর পুরোপুরি চাপ ধরে রাখে সিটি, কিন্তু গোলের দেখা মিলছিল না। দলের মূল স্ট্রাইকার এরলিং হালান্ডের অনুপস্থিতিতে একের পর এক সুযোগ নষ্ট করছিল অতিথিরা। অবশেষে ৭৭তম মিনিটে ওমর মারমুশের দুর্দান্ত শট জাল খুঁজে পেলে ২-১ গোলে এগিয়ে যায় সিটি।
অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে রায়ান চেরকি দূরপাল্লার নিখুঁত শটে অ্যান্ডি ফিশারের পোস্টের ভেতর দিয়ে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন। তাতে শেষ হয় সোয়ানসির প্রতিআশা—তৃতীয় রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টকে হারানোর পুনরাবৃত্তি আর হলো না তাদের।
এদিন সিটি কোচ পেপ গার্দিওলা হলান্ডকে বিশ্রাম দেন, ফলে ক্লাব ও জাতীয় দলের হয়ে মৌসুমে তার ২৪ গোলেই থেমে থাকল। এই সুযোগে সিটি গোল মিসের মিছিল সাজায়।
এদিন বিশ্রামে ছিলেন আরও কয়েকজন তারকা—বার্নার্দো সিলভা, রুবেন দিয়াস ও তিজানি রেইয়ান্ডার্স। পরিবর্তে সুযোগ পান জিয়ানলুইজি দোনারুমা, জন স্টোনস, যসকো গার্ডিওল ও ফিল ফোডেন। #

















