কারাগার থেকে মুক্ত ব্লেড রানার পিস্টোরিয়াস

বিটিসি স্পোর্টস ডেস্ক: কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলিম্পিক দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস। ১১ বছর আগে প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে খুনের দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০১২ লন্ডন অলিম্পিকে দৌড়েছেন দুই পাবিহীন এই ব্লেড রানার।
২০১৩ সালে ভ্যালেন্টাইন ডের দিন বান্ধবী স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। পরের বছর উচ্চ আদালতের রায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর স্টিনক্যাম্পের পরিবারের আপিলের ভিত্তিতে আদালত তাকে ইচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত করেন এবং ১৩ বছরের কারাদণ্ড দেন।
পিস্টোরিয়াসের বিরুদ্ধে অভিযোগ, রাগের মাথায় প্রেমিকাকে হত্যা করেছেন তিনি। যদিও দক্ষিণ আফ্রিকার ক্রীড়াবিদের দাবি, ডাকাত ভেবে গুলি করেছিলেন তিনি।
প্যারোলে মুক্তি পাওয়ার পর কিছু শর্ত মেনে চলতে হবে পিস্টোরিয়াসকে। ২০২৯ সালে নিজের সাজা শেষ হওয়া পর্যন্ত পিস্টোরিয়াসকে মানসিক থেরাপিতে অংশ নিতে হবে। এ সময়ের মধ্যে নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে। জনসেবামূলক কাজে অংশ নিতে হবে, দিনের একটা নির্দিষ্ট সময় পিস্টোরিয়াসের বাসায় থাকাও বাধ্যতামূলক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.