কারাগারের রোজনামচা বাঙ্গালী জাগরণের দলিল – ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন,বঙ্গবন্ধুর কারা-জীবনে তিনি সীমাহীন শারীরিক, মানসিক নির্যাতন, কষ্টের শিকার হয়েছেন। অপমান, অবহেলাও কম সহ্য করেননি। তবুও দেশের জনগণের মুক্তি,স্বপ্নের সোনার বাংলা গড়তে স্বপ্ন দেখেই গেছেন। আর সেই সোনার বাংলার স্বপ্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবে রুপ নিয়েছে। দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুরে আনুষ্ঠানিক ভাবে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান ১০৭টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় ও ২৪৪টি প্রাথমিক বিদ্যালয় প্রধানদের হাতে কারাগারের রোজনামচা বই তুলে দেন।
ঊপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) দুপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারী ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে ময়মনসিংহ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এম রফিকুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় পাবলিক হেলথ এন্ড ইনফরমেট্রিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মোঃ রহুল ফুরকান সিদ্দিকি,ঢাকা চারুকলা অনুষদেরর চেয়ারপার্সন শাহজাহান আহমেদ বিকাশ,স্বাগত বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আঃ সালাম।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.