কাবুলে সরকারি অফিসে বন্দুকধারীর হামলা নিহত ২৮, আহত অনেকে
বিটিসি নিউজ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি অফিসে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ২৮জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে। হতাহতদের মধ্যে বেশির ভাগই সরকারি কর্মচারী। এর মধ্যে তিন বন্দুকধারীসহ সাত নিরাপত্তারক্ষীও রয়েছেন।
স্থানীয় সময় সোমবার রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।
গত ২০ ডিসেম্বর আফগানিস্তান । দেশটিতে ১৪ হাজার মার্কিন সৈন্য রয়েছে। ট্রাম্পের ওই নির্দেশের পর এটাই কোনো ধরনের হামলা চালানো হয়েছে কাবুলে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, নিহতদের মধ্যে সরকারি কর্মচারী ছঅড়াও পুলিশ সদস্যও রয়েছেন। আর বাকি তিনজন হামলাকারী বন্দুকধারী।
খবরে বলা হয়, এই আক্রমন শুরু হয় গতকাল সোমবার বিকেলে, যখন গণপূর্ত মন্ত্রণালয়ে রাখা গাড়ির বাইরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। এরপর বন্দুকধারীরা আকস্মিকভাবে আরেকটি সরকারি কার্যালয়ে ঘাপটি মারে। এরপর রাতে সেখানে দেশটির সৈন্যদের বিরুদ্ধে বন্দুক চালায়।
দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আফগান সরকারি বাহিনী ওই ভবন থেকৈ তিনশ মানুষকে উদ্ধার করে নিরাপদে বাইরে নিয়ে এসেছে।
এ তবে কোনো জঙ্গি গোষ্ঠী এ হামলার বিষয়ে কোনোর দায় স্বীকতার করেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.