কাবুলে বিস্ফোরণ, হতাহত অনেকে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাবুলে একটি সামরিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তালেবান নিয়ন্ত্রিত সরকারের মুখপাত্র আবদুল নাফি তাকোরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আলজাজিরা।
আবদুল নাফি তাকোর বলেন, সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে, যার কারণে আমাদের বেশ কয়েকজন নাগরিক শহীদ ও আহত হয়েছেন।
এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। অবশ্য বিস্ফোরণের ধরন বা এর লক্ষ্য কী ছিল, তা উল্লেখ করেননি আব্দুল নাফি তাকোর।
গত মাসে আইএসআইএল হামলাকারীরা কাবুলে চীনা নাগরিকদের কাছে জনপ্রিয় একটি হোটেলে হামলা চালায়। এতে অন্তত পাঁচ চীনা নাগরিক আহত হন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্যাপকভাবে সুরক্ষিত বিমানবন্দরের মিলিটারি সাইডের আশপাশে রোববার সকাল ৮টার আগে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিরাপত্তা বাহিনী এলাকাটি সিল করে দিয়েছে এবং সেখানে যাওয়ার সকল রাস্তা বন্ধ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.