কাবুলে দূতাবাস খুলছে ইউরোপীয় ইউনিয়ন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনীতিক কার্যক্রম চালাতে স্থায়ী দূতাবাস খুলছে ইউরোপীয় ইউনিয়ন।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তোলো নিউজ।
এক টুইট বার্তায় আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেন, কাবুলে স্থায়ী দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তালেবান প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক শেষে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ২২০ মিলিয়ন ইউরোর মানবিক সাহায্য ছাড়াও অতিরিক্ত ২৬৮ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা করবে। এসব অর্থের একটা অংশ শিক্ষকদের বেতন পরিশোধে ব্যয় করা হবে বলে জানান আব্দুল কাহার বলখি।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে, আফগানিস্তানে বেশ কয়েকটি প্রকল্প চালু করছে তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.