কাবুলের সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সেনা প্রশিক্ষণ শিবিরের কাছে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) কাবুলের মার্শাল ফাহিম মিলিটারি একাডেমিতে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

হামলার বিষয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, নিহতদের মধ্যে ৩জন সেনা সদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন।

জানা গেছে, মার্শাল ফাহিম মিলিটারি একডামিতে এর আগেও কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।

গত বছরের মে মাসেও এই সেনা প্রশিক্ষণ শিবিরে জঙ্গি গোষ্ঠি আইএস হামলা চালায়। সেনা প্রশিক্ষণ শিবিরটিতে মূলত ইউরোপীয় কায়দায় সেনাদের প্রশিক্ষণ দেয়া হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.