কাফনের কাপড় পরে প্রতিকী লাশ সামনে নিয়ে শাবি শিক্ষার্থীদের মিছিল

সিলেট ব্যুরো: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে টানা সপ্তম দিনের মতো চলছে আন্দোলন।
এ দাবিতে ৭২ ঘণ্টারও বেশি সময় আমরণ অনশন পালন করছেন বিশ্ববিদ্যালয়টির ২৪ জন শিক্ষার্থী। আর এ আন্দোলনের অংশ হিসেবে এবার কাফনের কাপড় পড়ে মৌন মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ শনিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় প্রতিকী লাশ সামনে নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এতে অংশ নেন আন্দোলনকারী প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
এর আগে শিক্ষার্থীরা বলেন, আমরা এক দফা দাবিতে এখানে আন্দোলনে এসেছি। আমরা আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। আমাদের আন্দোলনের অংশ হিসেবেই আজকে কাফনের কাপড় পড়ে মৌন মিছিল। এখানে আমাদের সকল শিক্ষার্থীই স্বাস্থ্যবিধি মেনে মিছিলে এবং আন্দোলনে অংশ নিচ্ছেন।
এদিকে অনশনকারী শিক্ষার্থীদের শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন অনশনস্থলে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ৬ জন শিক্ষার্থীকে আন্দোলনস্থলেই স্যালাইন দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.