কাপ্তাইয়ে লাকড়িবোঝাই জিপ উল্টে প্রাণ গেল হেলপারের, চালকসহ আহত-২

কক্সবাজার প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাইয়ে লাকড়িবোঝাই জিপ উল্টে ইমন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি জিপচালকের সহকারী (হেলপার) ছিলেন। এছাড়া চালকসহ আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন রাইখালী ইউনিয়নের ফুলতলি মুসলিমপাড়া এলাকার মো. বাহারমের ছেলে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মংক্য মারমা।
আহত দুজন হলেন- জিপচালক নুর আলম বাছা (২৮) ও মো. সাকিব (২২)। এদের মধ্যে সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নুর আলমকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভালুকিয়া থেকে লাকড়ি নিয়ে কারিগরপাড়ার দিকে আসছিল একটি জিপ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই গাড়িচালকের সহকারী ইমন মারা যান। চালক নুর আলম বাছা ও সাকিব গুরুতর আহত হন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম সড়ক দুর্ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.